ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে ৩৭ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানের কয়েকটি সিটের নিচ থেকে এসব সোনা উদ্ধার করা হয় বলে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান সরকার জানান|
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুবাই থেকে আসা ইকে-৫৮৬ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর তাতে তল্লাশি চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।
“বিমানের পাঁচটি সিটের নিচে এবং দুটি টয়লেটে কালো টেপে মোড়ানো অবস্থায় ৩২০টি সোনার বার পাওয়া যায়।”
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বিমানটি অবতরণের পর তাতে সন্দেহজনক কিছু রয়েছে বলে একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে খবর আসে।
এরপর বিমানবন্দর এলাকায় দায়িত্বে থাকা র্যাবের ডগস্কোয়াড এবং অন্যন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই বিমানে উঠে তল্লাশি শুরু করেন।
“এক পর্যায়ে স্কোয়াডের একটি কুকুর কয়েকটি সিট কমড়ে প্রায় ছিঁড়ে ফেলে। এসময় র্যাব সদস্যরা ওই সিটগুলো ছিঁড়ে ‘কোনো কিছুর’ অস্বিত্ব টের পান। পরে র্যাব ছাড়াও অন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা মিলে সোনার বারগুলো উদ্ধার করেন।”
বারগুলোর ওজন ৩৭ কেজি জানিয়ে কাস্টমস কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, এসব সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ কোটি টাকা।
এ ঘটনায় এমিরেটস এয়ারলাইন্সের ওই উড়োজাহাজ জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
সোনা চোরাচালানে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সম্পৃক্ততার সন্দেহ দেখা দিলেই বিমান জব্দ করা হয় বলে জানান কাস্টমসের এই সহকারী কমিশনার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন