চাঁদপুরে ১২ ঘণ্টার ব্যবধানে দুই লাশ উদ্ধার


চাঁদপুর: জেলায় গত ১২ ঘণ্টার ব্যবধানে দু’টি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার সকালে জেলার শাহরাস্তি উপজেলার রাগৈ নামক স্থান থেকে অজ্ঞাতনামা যুবকের (৩০) মরদেহ উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ। অপরদিকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাঁদপুর সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র শুভ চন্দ্র চঞ্চলের (২২) লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে রাগৈ এলাকার রাস্তার পাশ থেকে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাগৈ এলাকার গ্রাম পুলিশ আনোয়ারা ব্রেকিংনিউজকে জানান, ‘সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের মানুষ রাস্তার পাশে যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে শাহরাস্তি থানায় সংবাদ দেয়। ওই যুবকের গায়ে সাদা শার্ট, পরনে জিন্সের পেন্ট ও কালো সেন্ডেল পড়া ছিলো। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে ব্রেকিংনিউজকে জানান, ‘অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানাযাবে। এই ঘটনায় থানায় মামলা হবে।’

অপরদিকে গত বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া চঞ্চলের লাশ উদ্ধার হওয়ার ৩ দিন আগে সে নিখোঁজ হয় বলে নিহতের পরিবার নিশ্চিত করেছে।

এদিন রাত ৮টায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশ। চঞ্চল চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার সাবেক অগ্রণী ব্যাংক ম্যানেজার সত্য নারায়ণ সাহার একমাত্র ছেলে।

চঞ্চলের বোন জামাই বিল্পব সাহা ব্রেকিংনিউজকে জানান, ‘গত ১ ডিসেম্বর রাত ১টা ২০ মিনিটের সময় চঞ্চল তার বাবাকে ‘একটু বাহির থেকে’ আসি বলে ঘর থেকে বের হয়। রাতে ঘরে না আসায় পরদিন তার বাবা সত্য নারায়ণ চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২ দিন পর বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ তাদের জানায়, চাঁদপুর শহরের ঢালীর ঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে একটি লাশ ভেসে আছে। আমরা সেখানে গিয়ে নিশ্চিত হই এটা চঞ্চলের লাশ।’

জেলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ব্রেকিংনিউজকে জানান, ‘চঞ্চলের শরীরে একটি নীল রংয়ের গেঞ্জি ছাড়া পরনে কিছু ছিল না।’

জেলা মডেল থানার উপ-পরিদর্শক (ওসি মামুনুর) রশীদ ব্রেকিংনিউজকে জানান, ‘লাশটির সুরতহাল ও ময়না তদন্ত শেষে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। পরে এ ব্যাপারে মামলা রুজু করা হবে বলে জানান।’

মন্তব্যসমূহ