নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে ৭ জনকে পিটিয়ে


নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার পুরিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এএসপি বলেন, ভোর ৫টার দিকে ‘একদল ডাকাত’ পুরিন্দাবাজারের ব্যবসায়ী গফুরের আড়ত থেকে চাল বের করে একটি ট্রাকে তুলতে থাকে।

“এ সময় নিরাপত্তারক্ষীদের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ডাকাতদের ধরে পিটুনি দিলে হতাহতের ঘটনা ঘটে।”

পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয় এবং আহতদের হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

মন্তব্যসমূহ