ভালুকায় ইউপি নির্বাচনে দলীয় প্রতীক পেতে মরিয়া সম্ভাব্য প্রার্থীরা


নির্বাচন কমিশন ইউপি নির্বাচন দলীয় প্রতীকে নির্বাচনের ঘোষণা হওয়ার পরেই ময়মনসিংহের উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তেমন প্রচার প্রচারনা বইছেনা। ১১ফেব্রুয়ারী ইউপি নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনী তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করছেন। যদিও প্রথম ধাপে ভালুকা উপজেলায় নির্বাচন হচ্ছে না তারপরও সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচার তোরজোরে শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা সবাই ব্যস্ত দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে। তাই তাঁরা মরিয়া হয়ে দলীয় নেতাদের সাথে লবিং চালিয়ে যেচ্ছে।নির্বাচনে সব ইউনিয়নে বিএনপি চেয়েও আ’লীগের প্রার্থী সংখ্যা অনেক বেশি। বিশেষ করে সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রবীনে চাইতে নবীনের সংখ্যাই বেশি।

ভালুকা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য দলীয় নেতার কাছে দোড়ঝাঁপ শুরু করেছেন। জনগণের চাইতে দলীয় প্রতীককেই প্রার্থীরা বেশি গুরুত্ব দিচ্ছেন। আগাম প্রচারনায় নেমেছেন ৮৫জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীসহ প্রায় ৪শতাধিক সাধরণ সদস্য প্রার্থী। প্রার্থীদের সিংহ ভাগই সরকারী দলীয় সমর্থিত। বর্তমান ও সাবেক  চেয়ারম্যান প্রার্থীদের পাশপাশি তালিকায় রয়েছেন একাধিক নতুন মুখ। সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীদের পাশা-পাশি সাবেক ছাত্র ও বর্তমান যুব নেতাদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে। বসে নেই বর্তমান  চেয়ারম্যানরাও নিজেদের স্ব-পদে বহাল রাখার জন্য প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হওয়ার সংবাদ পেয়ে আ’লীগ ও বিএনপির নেতাকর্মীরা দলীয় সমর্থনের পাশাপাশি এম,পি ও উপজেলা চেয়ারম্যান এর আশির্বাদ পাওয়ার জন্য লবিং চালিয়ে যাচ্ছে জোরালো ভাবে। ঈদের আগেই ঈদ শুভেচ্ছা ব্যানার ও ইংরেজী নতুন আঙ্গিকে পোস্টার লিফলেটে  ছেঁয়ে গেছে উপজেলার সবকটি ইউনিয়ের রাস্তা-ঘাট, হাট-বাজার  গ্রাম ও মহল¬ার দোকান পাট।

সামাজিক, সাংস্কৃতিক, ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুশল বিনিময় করে নিজেদের প্রার্থীতার কথা জানাচ্ছেন। কোন  কোন প্রার্থী দান-দক্ষিণা করে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা করছেন। পাশাপাশি দলীয় সমর্থন  পেতে লবিংয়েও পিছিয়ে  নেয় তারা। তবে নির্বাচনে বর্তমান  চেয়ারম্যানদের বিগত ৫ বছরের উন্নয়নের বিষয়টি প্রাধান্য পাবে বলে সাধারণ ভোটারেরা মনে করছেন।

১১টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হিসাবে যাদের নাম শুনা যাচেছ তারা হলেন-
১নং উথুরা ইউনিয়নে বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান ইসহাক সরকার, জালাল উদ্দিন ও হায়দার আলী। আ’লীগ থেকে বজলুর রহমান বাচ্চু, রবিউল আলম খোকন,শামছুল হক চৌধুরী, লুৎফুর রহমান রিপন,সাদরুল আমীন পিনু,আবুল কালাম আজাদ, শাহ আবুবকর সিদ্দিক বুলবুল, জসীম উদ্দিন,অতুল বাবু,মহেন্দ্র বর্মণ ও জাতীয় পার্টির আব্দুল মান্নান।

২নং মেদুয়ারী ইউনিয়নে আ’লীগ থেকে বর্তমান চেয়ারম্যান আ.ন.ম নূরুল মাউফ খান মোমেন, লোকমান হেকিম, আব্দুল মাজিদ মাস্টার,খাদিমুল ইসলাম লিটন,বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান মোমেন তালুকদার,আলী আকবর শিল্পী।

৩নং ভরাডোবা ইউনিয়নে আ’লীগ থেকে বর্তমান চেয়ারম্যান শাহ আলম,যুবলীগ নেতা পলাশ মনিক,ওয়াইজ উদ্দিন মেম্বার,হাজী নুরুল ইসলাম,আবু সাঈদ মাহমুদ বাদল। বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল সরকার ও আব্দুর রহিম আকন্দ।

৪নং ধীতপূর ইউনিয়নে আ’লীগ থেকে শফিকুল ইসলাম কামাল, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম(আশরাফ),আরিফ খান,বজলুর রহমান, লুৎফুর রহমান খান। বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসন জজ মিয়া,রকিবুল হাসান রাসেল,সারোয়ার হোসেন আলম ও মাসুম।

৫নং বিরুনীয়া ইউনিয়নে বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান  আব্দুল কাইয়ুম সরকার রিপন, সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন সরকার।আ’লীগ থেকে রিদওয়ান সারোয়ার রাব্বানী,আবু মেম্বার  ও লাল মাহমুদ । জাতীয় পার্টি থেকে গোলাম মোস্তফা।

৬নং ভালুকা ইউনিয়নে বিএনপি থেকে সাখাওয়াত হোসেন পাঠান, আব্দুল মালেক। আ’লীগ থেকে গত বারে অল্প ভোটে পরাজিত মোঃ শিহাব আমীন খান,আলহাজ আমান উল্যাহ খান মাখন ও আফজাল হোসেন মন্ডল।

৭নং মল্লিকবাড়ি ইউনিয়নে বিএনপি থেকে সারোয়ার জাহান এমরান,সাবেক চেয়ারম্যান হাবিব উল্যা চৌধুরী মনু মিয়া,তারেক উল্যাহ চৌধুরী,আ’লীগ থেকে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ,জসিম উদ্দিন,আকরাম হোসেন,আখম রফিকুল ইসলাম,শ্রী ব্রজেন্দ্র চন্দ্র,ভালুকা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আব্দুল জলিল ও মাইন উদ্দিন ফকির।

৮নং ডাকাতিয়া ইউনিয়নে বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান আতিকুজ্জামান লস্কর,রফিকুল ইসলাম নান্নু, আ’লীগ থেকে শামছুল হক মনির,আবুল কালাম আজাদ লেবু,আনিছুর রহমান ও আবু হানিফা।

৯নং কাচিনা ইউনিয়নে বিএনপি থেকে খালেদুজ্জামান হুমায়ুন,সেলিম তালুকদার। আ’লীগ থেকে আব্দুর রাজ্জাক, রুহুল আমীন, আব্দুর রহিম ফকির,আব্দুল লতিফ ফকির,মুশফিকুর রহমান লিটন ও উজ্জল।

১০নং হবিরবাড়ি ইউনিয়নে বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যা

মন্তব্যসমূহ