ভালুকায় বিএনপির নেতার ছেলে খুন

ভালুকায় বিএনপির নেতার ছেলে খুন ভালুকায় বিএনপির নেতার ছেলে খুন
[দিনবদলের চেষ্টা২৪.com: ১৪ আগস্ট]
রবিবার সকালে ভালুকা উপজেলার ৩নং ভরাডোবা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী সরকারের ছেলে মেহদী হাসান পাপ্পুর লাশ ভালুকা ডিগ্রি কলেজের পাশের খাদ থেকে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার সৎ ভাই সহ কয়েক জনকে থানায় নিয়ে আসা হয়েছে।

নিহত পাপ্পুর পরিবার সুত্রে জানাযায়,শনিবার রাত একটার সময় ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ডের নিজ বাসা থেকে প্যান্ট শার্ট পড়া অবস্থায় কলেজ এলাকায় সিগারেট কিনতে যায়। সকালে ভালুকা ডিগ্রি কলেজের সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহা সড়কের পূর্ব পাশের খাদে স্থানীয় লোকজন মেহদী হাসান পাপ্পুর উলঙ্গ অবস্থায় লাশ দেখতে পেয়ে তার পরিবার লোকজন ও পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পাপ্পুর ঘারের পিছনে আঘাতে চিহ্ন রয়েছে।

নিহত পাপ্পুর পিতার দাবি আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। রাতে প্যান্ট শার্ট পরা অবস্থায় সে বাসা থেকে বেরিয়ে গেছে। সকালে আমার ছেলের লাশ উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার  অফিসার্স ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ বলেন,নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।অতি শীঘ্রই খুনের রহস্য উদঘটন করা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য তার সৎ ভাইসহ কয়েককে থানায় নিয়ে আসা হয়েছে।

মন্তব্যসমূহ