অনলাইনে বিজ্ঞাপন দিয়ে আকর্ষণীয় বেতনের লোভ দেখিয়ে বিদেশে মানব পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা, বনানী ও তাঁতীবাজার এলাকা থেকে সিআইডি’র অর্গানাইজড ক্রাইম ডিভিশন ১৫ লাখ টাকাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে।
এরা হলেন- মো. আজাদ (২৭), ফিরোজ আহমেদ (২৮) ও কৃষ্ণ পোপাল দে (৩৮)।
গ্রেপ্তারের সময় কৃষ্ণ গোপালের শরীরে ‘বিশেষভাবে লুকিয়ে রাখা’ অবস্থায় পনের লাখ টাকা পাওয়া যায় বলে আব্দুল্লাহেল বাকী জানান।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণীয় বেতনে নিউ জিল্যান্ডে পাঠানোর নামে কয়েকজনকে তারা ইন্দোনেশিয়ায় পাচার করে। আন্তর্জাতিক এই চক্রের সাঙ্গে ভারত, ইন্দোনেশিয়া ও রুমানিয়ান বংশোদ্ভূত এক অস্ট্রেলীয় নাগরিকও জড়িত।”
সিআইডির বিশেষ সুপার জানান, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়ার পর ‘ভিকটিমদের’ সেখানে আটকে রাখা হয়। তাদের পাসপোর্টে জাল ভিসা লাগিয়ে বলা হয়, কয়েকদিনের মধ্যে তাদের নিউ জিল্যান্ডে নেওয়া হবে।
এভাবে কিছুদিন আটকে রেখে পাচারকারীরা বাংলাদেশে ‘ভিকটিমদের’ পরিবারকে চাপ দিয়ে অর্থ আদায় করে আসছিল বলে জানান তিনি।
ডেমরা থানার কাওছার আহমেদ নামের এক ব্যক্তি গত নভেম্বরে এই চক্রের মাধ্যমে প্রতারিত হন। নিউ জিল্যান্ডে পাঠানোর কথা বলে ইন্দোনেশিয়ায় নিয়ে গিয়ে কাওছারের পরিবারের কাছ থেকে আদায় করা হয় ১৩ লাখ টাকা।
অনেক কৌশল করে ঢাকায় ফেরার পরও চক্রটি পরিবারের কাছে টাকা দাবি করে আসছিল বলে কাওছার পুলিশকে জানিয়েছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন