প্রথম দেখায় দিল জেতাল 'দিলওয়ালে'

 স্রেফ নস্ট্যালজিয়া একটা মধ্যমানের ছবিকে কি সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে? ‘দিলওয়ালে’-র ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর অন্তত ৭২ ঘণ্টা পরে মিলবে। কিন্তু প্রথম দর্শনে ‘দিলওয়ালে’ কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে? এক কথায়, শাহরুখ-কাজলের যুগ্ম উপস্থিতিতে ‘দিলওয়ালে’-র স্ক্রিন পুরোপুরি ‘গেরুয়া’। সেটাই এই ছবির প্রথম আর শেষ কথা।

‘চেন্নাই এক্সপ্রেস’- এর পরে ‘দিলওয়ালে’। শাহরুখ-রোহিত শেট্টি জুটির এই ছবিও বিনোদনের ধামাকা। কিন্তু ‘দিলওয়ালে’-তে বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, বোমান ইরানি, জনি লিভারের মতো নামগুলো রয়েছে। ফলে, স্টারকাস্টেই ‘দিলওয়ালে’ কয়েক কদম এগিয়ে শুরু করেছে।

‘দিলওয়ালে’ এগিয়েছে অনেকটা ‘চেন্নাই এক্সপ্রেস’- এর ফর্মুলা মেনেই। একটি প্রেমের গল্প, উচ্চগ্রামের নাটকীয়তা, চোখা-চোখা সংলাপ। ফলে, ‘দিলওয়ালে’ শেষ পর্যন্ত একটি লাভ-স্টোরি হয়েই থেকে গিয়েছে। তবে এই ছবির সাফল্য বা ব্যর্থতা মাপার মাপকাঠি এটা হতে পারে না। কেননা, যে প্রত্যাশা নিয়ে ‘দিলওয়ালে’ এসেছিলো, তার অনেকটাই পূরণ হয়েছে ছবিতে। এবং তার সবথেকে বড় কারণ শাহরুখ খান এবং কাজল। ঘুরেফিরে সেই নস্ট্যালজিয়া।

রোহিত শেট্টি জানেন কীভাবে আমজনতার ছবি তৈরি করতে হয়। ‘গোলমাল-ফান আনলিমিডেট’ থেকে যে যাত্রা তিনি শুরু করেছিলেন, ‘দিলওয়ালে’ তারই কন্টিনিউয়েশন।

ছোট করে গল্পটা আগে বলে দেওয়া যাক। ডন রাজ ওরফে কালি (শাহরুখ খান) গোয়ায় পরিবর্তিত জীবনযাপন করে। ভাই বীরকে (বরুণ ধাওয়ান) ঘিরেই তার দুনিয়া। ইশিতার (কৃতি শ্যানন) প্রেমে পড়ে বীর। কিন্তু ইশিতার দিদি মীরা (কাজল), যার সঙ্গে একসময়ে রাজের সম্পর্ক গড়ে উঠেছিল।

বলে দেওয়া যাক, ‘দিলওয়ালে’ কিন্তু বলিউডের পুরনো ফর্মুলার সফল রূপায়ণ। সব বাধা পেরিয়ে প্রেমের জয়। প্লট, সাব-প্লট, সংলাপ মিলিয়ে একেবারে ট্রেডমার্ক রোহিত শেট্টি রসায়ন। ছবিতে টুইস্ট আছে। কিন্তু সেটা বলে দিলে যাবতীয় আকর্ষণ মাটি। তাই গোপনীয়তা কাম্য। শাহরুখ-কাজল সম্পর্কের ওঠাপড়া, মোচড় এই ছবির ইউএসপি। তবে একটা কথা বলে রাখাই যায়। নাটকীয় মোড় এই ছবিতে দু’টি এবং দু’টিই প্রথমার্ধে। তবে তাতে দ্বিতীয়ার্ধের আকর্ষণ বিন্দুমাত্র ফিকে হয় না।

এবারে আসা যাক মিউজিকে। ‘গেরুয়া’ ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু প্রীতমের ট্যালেন্ট বোঝা যায় ‘গেরুয়া’-র মতো রোম্যান্টিক গানের পাশাপাশি ‘মন মা ইমোশন জাগে রে’-র মতো ট্র্যাক থেকে। তার থেকেও বড় কথা, গানগুলি ছবির সঙ্গে সম্পৃক্ত।

যে কথা না-বললেই নয়, সেটা হল স্টান্ট। রোহিত শেট্টির ছবিতে গাড়ি আর স্টান্ট থাকবে না, এমনটা হয়নি (সম্ভবত হবেও না)। ‘দিলওয়ালে’-র অ্যাকশন সিকোয়েন্স অবশ্যই অনবদ্য। কিন্তু শাহরুখের অ্যাকশন দৃশ্যগুলি নিঃসন্দেহে ভাল লাগবে।

সূত্র: এবেলা

মন্তব্যসমূহ