নিজস্ব প্রতিবেদক | ০২ ডিসেম্বর, ২০১৫
ঢাকায় চলছে দুই দিনের আন্তর্জাতিক ই-আইডি ফোরাম শীর্ষক আয়োজন। এর আয়োজক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ও এশিয়া প্যাসিফিক স্মার্ট কার্ড অ্যাসোসিয়েশন (এপিএসসিএ)। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই আন্তর্জাতিক ফোরামের ১১তম আসরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি হচ্ছে এবং তার পেছনে অনেকেই কাজ করছেন। বিশেষ করে সরকার বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নে বিশেষ মনোযোগ দিচ্ছে এবং এতে করে জীবনমান উন্নয়নে সাধারণ মানুষের ডিজিটাল সুবিধা পাওয়ার বিষয়টি সহজ হচ্ছে।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ২০১৬ সালের মধ্যে সাধারণ মানুষের হাতে স্মার্ট পরিচয়পত্র (আইডি কার্ড) পৌঁছানোর কাজ করছে সরকার। নতুন এ স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে ডিজিটাল সুযোগ-সুবিধাসহ নানা কাজ নাগরিকদের জন্য সহজ হয়ে যাবে।
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, এপিএসসিএর চেয়ারম্যান গ্রেগ পোয়েট, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদারসহ অনেকে।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসহ বিশ্বের ২৬টিরও বেিশ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শতাধিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এই ফোরাম আয়োজনে অংশ নিয়েছেন। এবারের ফোরামের মূল বিষয় কীভাবে ইলেকট্রনিক বা ই-আইডি কার্ড সরকারি এবং বেসরকারি খাতে সেবা সহযোগিতা দিতে পারে। ফোরামে দুই দিনে থাকছে আটটি সেমিনার। বাংলাদেশের জন্য দুটি পর্বসহ মোট ২৭টি কারিগরি পর্বও থাকছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন