ত্রিশালে মাথার ওপর ওভারব্রিজ,



  1. ত্রিশালে মাথার ওপর ওভারব্রিজ, তবুও: সড়ক দুর্ঘটনারোধে সরকার যেখানে এতো তৎপর সেখানে জনসাধারণ আর কবে হবে সচেতন! অসচেতনতা মানুষকে এখন এমন এক পর্যায়ে নিয়ে গেছে, যেখানে নূন্যতম বেড়াজাল নেই নিয়মের। অভ্যাস বলে কথা!

রাস্তায় বের হলে কিসের ওভারব্রিজ, হেঁটেই তো পার হওয়া যায় দিব্যি! কোনো কোনো সময় দৌড়েও!
ত্রিশাল উপজেলার বাস ষ্টেশন থেকে ছবিটি ক্যমেরা বন্দি করা হয়েছে। যেখানে একদল ব্যক্তি দ্বিধাহীনভাবে পার হলেন রাস্তা। তারপর আবার আরেক দল ব্যক্তিও যোগ দিলেন সে দলে। কেউই কারো পরিচিত নন, তবে ব্যতিক্রম নন কেউই! অথচ ওই ওভারব্রিজে রয়েছে লিফট! তাও এতো অলসতা!
ত্রিশালের এই আধুনিক ওভারব্রিজে মানুষের দেখা মিলছে না কেন? এখানে কী সমস্যা?
সেখানে দৌড়ে রাস্তা পার হওয়া এক পথচারীকে প্রশ্ন করা হলো এ নিয়ে। তিনি স্বীকার করেন, আসলে দোষ তাদেরই। সবাই জানেন নিয়মবর্হিভূতভাবে সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে।যানযট সৃষ্টি হয়। দুঃখজনক হলেও সত্যি, এসব জেনে-বুঝেও কেউ আইন মানেন না।
জেল-জরিমানা কিংবা কত-শত বলাবলি, তাতেও লাভ হবে না যদি না নিজেরা সচেতন হয়। নিয়ম মেনে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হলে, খানিক সচেতনতা দেখালে কমবে যানজট, সঙ্গে কমে আসবে দুর্ঘটনার ঝুঁকিও।

মন্তব্যসমূহ