নতুন-পুরান মিলিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে ২৩৫টি পৌরসভায় একক প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিমধ্যে সব মেয়র প্রার্থীকে দলীয় চিঠিও দেওয়া হয়েছে। বেশির ভাগ পৌরসভায় বর্তমান কমিটির মেয়রদের মনোনয়ন দিয়েছে দলটি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও প্রথম আলোর জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে দলটির মনোনীত প্রার্থীদের তালিকা দেওয়া হলো—
রংপুর বিভাগ
পঞ্চগড় সদর জাকিয়া আক্তার, ঠাকুরগাঁও সদর তাহমিনা মোল্লা, রাণীশংকৈলে আলমগীর সরকার, পীরগঞ্জে কচিরুল মিয়া; গাইবান্ধা সদরে শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, গোবিন্দগঞ্জে আতাউর রহমান সরকার, সুন্দরগঞ্জে আবদুল্লাহ আল মামুন; নীলফামারীর সৈয়দপুরে সাখাওয়াৎ হোসেন খোকন, জলঢাকায় আবদুল ওয়াহেদ বাহাদুর; লালমনিরহাট সদর পৌরসভায় রিয়াজুল ইসলাম, পাটগ্রামে শমসের আলী; দিনাজপুর সদরে আনোয়ারুল ইসলাম, হাকিমপুরে জামিল হোসেন চলন্ত, বিরামপুরে আক্কাস আলী, ফুলবাড়িতে শাহজাহান আলী সরকার; রংপুরের বদরগঞ্জে উত্তম কুমার সাহা, বীরগঞ্জ মোশাররফ বাবলু; কুড়িগ্রামের নাগেশ্বরীতে কামরুল ইসলাম, উলিপুর আবদুল হালিম সরকার।
খুলনা বিভাগ
খুলনার পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর ও চালনায় সনত কুমার বিশ্বাস; বাগেরহাট সদর পৌরসভায় খান হাবিবুর রহমান ও মোড়লগঞ্জে মনিরুল হক তালুকদার; সাতক্ষীরার কলারোয়ায় আমিনুল ইসলাম, সাতক্ষীরা সদর.... ; কুষ্টিয়া সদরে আনোয়ার আলী, ভেড়ামারায় শামীমুল ইসলাম, কুমারখালীতে শামসুজ্জামান অরুণ, খোকসায় তরিকুল ইসলাম, মিরপুরে এনামুল হক; যশোর সদরে জহিরুল ইসলাম চাকলাদার, মনিরামপুরে মাহমুদুল হাসান, কেশবপুরে রফিকুল ইসলাম মোড়ল, চৌগাছায় নূরউদ্দিন আল মামুন, বাঘারপাড়ায় কামরুজ্জামান বাচ্চু, নওয়াপাড়ায় সুশান্ত কুমার শান্ত; ঝিনাইদহের শৈলকুপায় কাজী আশরাফুল আজম, মহেশপুরে আবদুর রশিদ খান, কোর্ট চাঁদপুরে শহীদুজ্জামান সেলিম, হরিনাকুণ্ডুতে শাহিনুর ইসলাম; চুয়াডাঙ্গায় সদরে রিয়াজুল ইসলাম জোয়ার্দার, আলমডাঙ্গায় হাসান কাদির, দর্শনায় মতিয়ার রহমান, জীবননগরে নাসির উদ্দিন। মেহেরপুরের গাংনীতে আহম্মেদ আলী। নড়াইল পৌরসভায় মো. জাহাঙ্গীর বিশ্বাস, কালিয়াতে মো. অহিদুজ্জামান; মাগুরা সদর পৌরসভায় খুরশিদ হায়দার টুটুল।
ঢাকা বিভাগ
সাভার (ঢাকা) আবদুল গনি, মুন্সীগঞ্জ সদর পৌরসভায় ফয়সাল বিপ্লব, মীরকাদিমে শহীদুল ইসলাম শাহিন; নরসিংদীর সদরে মো. কামরুজ্জামান, মনোহরদীতে আমিনুর রশীদ সুজন, মাধবদীতে মোশাররফ হোসেন, শরীয়তপুরে সদর পৌরসভায় রফিকুল ইসলাম কোতোয়াল, জাজিরায় ইউনুস ব্যাপারি; নড়িয়াতে হায়দার আলী, ভেদেরগঞ্জে আবদুল মান্নান হাওলাদার, ডামুড্যাতে বাচ্চু ছৈয়াল, মাদারীপুর সদরে খালিদ হাসান ইয়াদ; কালকিনিতে এনায়েত হাওলাদার; শিবচরে আওলাদ মাস্টার। গাজীপুর শ্রীপুরে আনিসুর রহমান; টাঙ্গাইল সদর জামিলুর রহমান মিরন, কালীহাতিতে আনসার আলী, ধনবাড়িতে খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মধুপুরে মাসুদ পারভেজ, গোপালপুরে রকিবুল হক, ভূয়াপুরে মাসুদুল হক, মির্জাপুরে শাহদাত হোসেন, সখিপুরে আবু হানিফ আজাদ; গোপালগঞ্জের টুঙ্গপিড়ায় পৌরসভায় আহমেদ হোসেন মির্জা। মানিকগঞ্জে সদর পৌরসভায় মো. রমজান আলী; রাজবাড়ি সদরে মহম্মদ আলী চৌধুরী, পাংশায় আবদুল আল মাসুদ বিশ্বাস, গোয়ালন্দ শেখ নজরুল ইসলাম; ফরিদপুরে বোয়ালমারিতে শাহজাহান মৃধা, নগরকান্দায় রায়হান মাস্টার।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহের ফুলপুরে শশধর সেন, গৌরপুরে সৈয়দ রফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ হাবিবুর রহমান, ভালুকা মেজবাহ উদ্দিন কাইয়ুম, মুক্তাগাছা আবদুল হাই আকন্দ। কিশোরগঞ্জ সদরে মাহমুদ পারভেজ, হোসেনপুরে আবদুল কাইয়ুম খোকন, কুলয়ির চরে আবুল হাসান কাজল, বাজতিপুরে আনোয়ার হোসনে আশরাফ, ভৈরবে ফখরুল ইসলাম, কটিয়াদিতে শুক্কুর আলী, করমিগঞ্জে মামুন চৌধুরী; নেত্রকোনা সদরে নজরুল ইসলাম খান, মোহনগঞ্জে লতিফুর রহমান রতন, মদনে আবদুল হান্নান, কেন্দুয়ায় আসাদুল হক ভুঁইয়া, দুর্গাপুরে আবদুস সালাম। জামালপুর সদরে মির্জা সাখাওয়াতুল আলম মনি, সরিষাবাড়িতে রোকনুজ্জামান রোকন, মাদারগঞ্জে মির্জা গোলাম কিবরিয়া কবির, মেলান্দহে শফিক জায়েদী রবিন, ইসলামপুরে আবদুল কাদের শেখ, দেওয়ানগঞ্জে শাহনেওয়াজ শাহান শাহ।
রাজশাহী বিভাগ
সিরাজগঞ্জ সদরে সৈয়দ আবদুর রউফ, কাজিপুরে নিজামুদ্দীন, বেলকুচিতে আশানূর বিশ্বাস, শাহজাদপুরে হালিমুল হক মিরু, রায়গঞ্জে আবদুল্লাহ আল পাঠান, উল্লাপাড়ায় এস এম নজরুল ইসলাম; পাবনা সদর রাকিব হাসান টিপু, ইশ্বরদীতে আবুল কালাম আজাদ মিন্টু, সুজানগরে আবদুল ওহাব, ফরিদপুরে কামরুজ্জামান মাজেদ, ভাঙ্গুরায় গোলাম হাসনাইন রাসেল, সাঁথিয়ায় সিরাজুল ইসলাম প্রমাণিক, চাটমোহরে সাখাওয়াত হোসনে সাকু; নাটোর সদর পৌরসভায় উমা চৌধুরী, সিংড়ায় জান্নাতুল ফেরদৌস, গোপালপুরে মোর্তুজা হোসেন লিলি, বড়াইগ্রামে আবদুল বারেক সর্দার, নলডাঙ্গায় শফির উদ্দিন মণ্ডল, নওগাঁ সদর সেতার আহমেদ শিহাব; রাজশাহী চারঘাটে নার্গিস খাতুন, গোদাগাড়িতে মনিরুল ইসলাম, তানোরে ইমরুল হক, নওহা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন