ঢাকার বনানী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে কমলাপুর রেল পুলিশের (জিআরপি) ওসি আব্দুল মজিদ জানান।
নিহত আহমেদ ফয়সাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের(এআইইউবি) ছাত্র ছিলেন।
আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে ফয়সাল বনানী রেলক্রসিংয়ের কাছে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
ফয়সালের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন