দর্শকদের জন্য নাবিলার উপহার।

 উপস্থাপক ও অভিনেত্রী নাবিলা ইসলাম অভিনীত আসছে নতুন নাটক ‘উপহার’। নাটকটি পরিচালনা করেন জয়ন্ত রোজারিয়র। বড় দিনে প্রচার উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। খৃষ্টানদের ‘অরফানএজ’ নিয়ে গল্পটি রচিত। নাটকটি ২৫ ডিসেম্বর এনটিভিতে প্রচার করা হবে।

নাটকে নাবিলা ইসলামকে দেখা যাবে একজন সিস্টারের চরিত্রে অভিনয় করতে। মুলত নাটকটির গল্প একটি অরফানএজ কে নিয়ে। খৃষ্টানদের পরিচালনায় এই অরফানএজ এ বিভিন্ন বয়সের ছেলে-মেয়ে পড়াশুনা করে। সেখানে একজন লেখিকার আগমন ঘটে। তারপর নানা কাহিনীর মধ্য দিয়ে নাটকের গল্পটি এগিয়ে যাবে।

অভিনয় সম্পর্কে নাবিলা বলেন, ‘আমি এই মুর্হূতে ভিন্ন ধর্মী চরিত্রে কাজের প্রতি মনোযোগ দিচ্ছি। ভিন্ন কিছু ভালো লাগার মতো চরিত্রে কাজ করতে চাই। এই নাটকটির গল্প ঠিক তেমনি। আমার কাছে কাজটি অনেক ভালো লেগেছে। দর্শকদেরও ভালো লাগবে বলে মনে করি।’

সম্প্রতি ‘লেটার অফ হেভেন’ নামে আরো একটি নাটকে অভিনয় করছেন বলে জানান তিনি। এদিকে নাবিলা এশিয়ান টিভিতে ‘লাক্স স্টার অফ দ্যা ওয়াল্ড’ শিরোনামের বিনোদনমুলক অনুষ্ঠানটির উপস্থাপনা করেন

মন্তব্যসমূহ