ভালুকায় শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আহতঃ জনতার হাতে জামাই আটক


ভালুকা উপজেলার বাশিল গ্রামে মেয়ের জামাই শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় মেয়ের জামাই আলমগীর হোসেন রক্তাক্ত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসি আটক করে তাকে পুলিশে দেয়।
জানাযায়,গত ৩বছর পূর্বে নেত্রকোণা পূর্বধলা উপজেলার শালদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলমগীর হোসেনের সাথে ভালুকা উপজেলার বাশিল গ্রামের দুলালের মেয়ে সুনিয়া পারিবারিক ভাবে বিয়ে হয়।বিয়ের পর সুনিয়া স্বামীর বাড়িতে থাকতে অনিহা প্রকাশ করায় স্বামীর স্ত্রীর মাঝে ঝগড়া বিবাধ চলে আসছিল। শনিবার রাতে স্বামী তার স্ত্রীকে নিতে আসলে স্বামীর বাড়িতে যেতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামী আলামগীর হোসেন স্ত্রী সুনিয়া ও তার শাশুড়ি মর্জিনা আক্তারকে কুপিয়ে আহত করে।আহতদের প্রথমে ভালুকা পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাশুড়ি ও স্ত্রীকে আহত করে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়া সময় এলাকাবাসী জামাই আলমগীর হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভালুকা মডেল থানায় অফিসার্স ইন চার্জ মামুন অর রশিদ জানান, এঘটনায় মামলা একটি মামলা হয়েছে এবং জামাই কে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ