ঢাকায় ৭ জানুয়ারি থেকে স্মার্টফোন আর ট্যাবলেট কম্পিউটারের মেলা। ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’ নামের এ আয়োজন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত জানানো হয়। মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, ‘গতবারের তুলনায় এবারের মেলার পরিসর বাড়ানো হয়েছে। মেলায় স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেনসহ প্রভৃতি প্রতিষ্ঠানের অংশ নেবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিশিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/STExpo) ‘এসটিই কুইজ কনটেস্ট ২০১৬’-এর আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের যোগাযোগ বিভাগের উপপরিচালক সৈয়দ তালাত কামাল, এলিট টেকনোলজিস লিমিটেডের বিপণন ব্যবস্থাপক এম রাশেদ মাহমুদ, হুয়াওয়ের বিপণন ব্যবস্থাপক বার্নাড ওয়াং, স্যামসাং ইলেকট্রনিকসের বিটিএল অ্যান্ড ডিজিটাল (মোবাইল) বিভাগের ব্যবস্থাপক মাহজাবিন ফেরদৌস ও সিম্ফনি মোবাইলের সহকারী মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম। মেলার আয়োজক এক্সপো মেকার। পৃষ্ঠপোষক গ্রামীণফোন, এলিট, হুয়াওয়ে, স্যামসাং ও সিম্ফনি। সহযোগী হিসেবে আছে এডুমেকার, এলিট ফোর্স, পিপলস রেডিও এবং টেকশহরডটকম। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন