চট্টগ্রাম: সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাই আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জামান এ রায় দিয়েছেন।
ঘাতক আবুল কালাম বর্তমানে হাজতে আছেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত বাংলানিউজকে বলেন, আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার আদেশ দিয়েছেন আদালত।
এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রনাঙ্গ বিকাশ চৌধুরী বাংলানিউজকে বলেন, রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা উচ্চ আদালতে আপিল করব।
২০১৩ সালের ২২ জুলাই রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের দিদার মঞ্জিল এলাকার কাজী বাড়িতে আবুল কালাম আজাদ তার দুই ছোট ভাই আবু সুফিয়ান ও আবু মোরশেদ আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পারিবারিক কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় আবু সুফিয়ানের স্ত্রী বাদি হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে একই বছরের ৩০ অক্টোবর আদালতের অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ১৭ জনের মধ্যে মোট ১৪ জনের সাক্ষ্য নেয়া হয়। আবুল কালাম আজাদের মাও তার বিরুদ্ধে সাক্ষ্য দেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন