জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ মিশন শুরু করলো জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড।

জয় দিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লীগ মিশন শুরু করলো জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার বোর্নমাউথের  বিপক্ষে ৩-১ গোলে জয় কুড়ায় রেড ডেভিলরা। নতুন কোচ হোসে মরিনহোর অধীনে প্রিমিয়ার লীগ অভিষেকে দ্যুতি দেখালেন ম্যানইউর সুইডিশ স্ট্রাইকার জøাতান ইবরাহিমোভিচ। ম্যাচে ম্যানইউর শেষ গোলটি পান ইবরা। প্রতিপক্ষ মাঠে ম্যাচের ৪০তম মিনিটে স্প্যানিয়ার্ড মিডফিল্ডার হুয়ান মাতার গোরে এগিয়ে যায় ম্যানইউ। ৫৯তম মিনিটে গোল নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানইউ অধিনাযক ওয়েইন রুনি। ৬৯তম মিনিটে বোর্নমাউথ তারকা স্মিখের গোলে ম্যাচে চাঞ্চল্য বাড়ে কিছুটা। তবে ম্যাচের ৬৪তম মিনিটে ইবরাহিমোভিচের গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের। ২৫ গজি শটে এ গোল আদায় করেন ইবরা।
এই বিভাগের সর্বাধিক পঠিত

মন্তব্যসমূহ