শুক্রবার সন্ধ্যায় ভালুকা উপজেলার রাজৈ গ্রামের সাবেক ঈমাম আব্দুস ছালাম মুন্সী(৭৫)কে দুর্বৃত্তের দায়ের কুপের আঘাতে নিহত হয়েছেন। নিহতের পরিবারের দাবী এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার রাতে রাজৈ বাজার থেকে মাগরিবের নামাজ পড়ে মধ্য রাজৈ জামে মসজিদের সাবেক ঈমাম আব্দুস ছালাম মূন্সীকে বাড়ি ফেরার সময় রঞ্জিত মাস্টারের বাড়ির পাশে রাস্তায় পাশ্বর্বর্তী গফরগাঁও উপজেলার কান্দি গ্রামের মাহবুব ওরফে পাপ্পু কুপিয়ে গুরুতর আহত করে। তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারাযান।
নিহতের মেয়ে রহিমা খাতুন বলেন, রাজৈ গ্রামের ঈসমাইলের খালাতো ভাই পাপ্পু এক মেয়েকে পছন্দ করতো। সে কবিরাজি করে ওই মেয়েকে বশে এনে বিয়ে করতে চায়। আমার বাবা এক সময় ঈমামতি পাশাপাশি কবিরাজিও করতো। গত কয়েক বছর যাবত তিনি কবিরাজি ছেড়ে দিয়েছেন। পছন্দের মেয়েকে বশ করার জন্য কয়েক মাস যাবত পাপ্পু আমার বাবা পিছু লেগেছে কিন্তু তিনি কোনক্রমই কবিরাজি করতে রাজি হননি। আজকে (শুক্রবার) এসেও কবিরাজি করার জন্য চাপ দিলে আমার বাবা অপরাগতা প্রকাশ করলে পাপ্পু পূর্ব পরিকল্পিত ভাবে বাবাকে কুপিয়ে হত্যা করে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হজরত আলী বলেন, আব্দুস ছালাম মুন্সীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়েই তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। আসামী ধরার চেষ্টা চলছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন