সোমবার ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে আওয়ামীলীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে একটি বিশাল শোক র্যালী বের হয়।
র্যালীটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার আফরোজা বেগমের সঞ্চালনায় জাতির জনকের স্বপে¦র সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ও দেশ থেকে জঙ্গীবাদ নির্মুল, বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী উল্লেখ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যারন রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইদ্রিছ আলী, ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশীদ, কৃষি কর্মকর্তা সাইফুল আজম খান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ জলিল, সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, যুবলীগ সাধারণ সম্পাদক এজাজুল হক পারুল, ছাত্রলীগ সভাপতি মুনিরুজ্জামান মামুন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক সাদিকুর রহমান তালুকদার প্রমুখ।
পরে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে প্রবন্ধ পাঠ,কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছারা দলীয় কার্যালয়, বিভিন মসজিদ মাদ্রাসা, মন্দির ও উপসনালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ আরাধনা করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন