বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দ্রুত বর্ধনশীল স্মার্টফোনের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ভীড়ে সহজেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে নতুন নতুন প্রযুক্তির স্মার্টফোন নিয়ে আসতে প্রতিযোগিতা চলছে ব্র্যান্ডগুলোর মধ্যে।
তারই ধারাবাহিকতায় এবার বিশ্বে প্রথমবারের মতো ৮ জিবি র্যাম সমৃদ্ধ স্মার্টফোন নিয়ে আসছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লিইকো। সম্প্রতি চীনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইবোতে ফাঁস হয়েছে লিইকো ব্র্যান্ডের লি ২এস মডেলের স্মার্টফোনটির ছবি। এই স্মার্টফোনটিই বিশ্বের প্রথম ৮ জিবি র্যামের স্মার্টফোন হিসেবে বাজারে আসতে যাচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে।
লিইকো তাদের আপকামিং লি ২এস মডেলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির আনুষ্ঠানিক ছবি ও ফিচার প্রকাশ না করলেও, উইবোতে ফাঁস হওয়া ছবি ও তথ্যে দাবী করা হয়েছে যে, এই স্মার্টফোনটি ৮ জিবি র্যাম সম্পন্ন এবং কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর সম্পন্ন। এছাড়া এতে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৫.৫ ইঞ্চি স্ক্রিনের কিউএসডি ডিসপ্লে রয়েছে। আগামী মাসেই লিইকো’র লি ২এসএ স্মার্টফোনটি উন্মোচন করা হতে পারে বলে ধারণা করা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন