৩০ সেকেন্ডে গোল করে রেকর্ড জাহিদের

স্পোর্টস ডেস্ক: রেফারি কেবল খেলা শুরুর বাঁশি দিয়েছেন। গ্যালারিতে দর্শক ঠিকমতো বসতেও পারেননি। মাঠের খেলোয়াড়রাও কিছু বুঝে ওঠার আগেই চমক। খেলা শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে উত্তর বারিধারার জালে বল পাঠান চট্টগ্রাম আবাহনীর জাহিদ হোসেন।আর ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা দেখলেন দেশের ফুটবলের অন্যতম দ্রুততম গোল।

টিভি পর্দায় ভেসে ওঠে গোলটি হয়েছে ৩০ সেকেন্ড! প্রথম থেকেই উত্তর বারিধারার উপর চেপে বসে শক্তিশালী চট্টগ্রাম আবাহনী। খেলার ৬৭ মিনিট পর্যন্ত ৪-১ গোলে এগিয়ে আছে মামনুলদের দল।

তবে খেলা শুরুর প্রথম মিনিটেই গোল হওয়ার বেশ কয়েকটি উদাহরণ আছে বাংলাদেশের ফুটবলে। চলতি মৌসুমেই ফেডারেশন কাপে ফেনী সকারের বিপক্ষে ঢাকা আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড লি টাক গোল করেছিলেন ৪০ সেকেন্ডে।

তবে ঘরোয়া লিগে দ্রুততম গোলের রেকর্ড বেশ পুরোনো। গোলের সঠিক সময় জানা না গেলেও কিকঅফেই গোলটি করেন ঢাকার মাঠে খেলে যাওয়া অন্যতম জনপ্রিয় বিদেশি তারকা এমেকা ইউজিগো। ২৭ বছর আগের ১৯৮৮-৮৯ মৌসুমে লিগ ম্যাচে কিক অফের পরপরই গোল করেছিলেন আফ্রিকার সুপারস্টার এমেকা ইউজিগো। সেন্টার থেকে নেয়া সরাসরি শটে অধুনালুপ্ত আদমজী ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়েগোলটি করেন নাইজেরিয়ার হয়ে বিশ্বকাপ খেলা এই তারকা।

মন্তব্যসমূহ