ফোর- জি এর সফল পরীক্ষা


হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় সম্প্রতি ফোর জি প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে রবি। পরীক্ষা চলাকালে ডাউনলোড স্পিড ছিল ৭১ দশমিক ২৬ এমবিপিএস এবং পরীক্ষার জন্য হুয়াওয়ে পি৯ প্লাস হ্যান্ডসেটটি ব্যবহার করা হয়।

রাজধানীর গুলশানে রবি’র কাস্টমার এক্সপেরিয়েন্স সেন্টারে অত্যন্ত দ্রুত গতির এলটিই প্রযুক্তিটির পরীক্ষা পরিচালিত হয়েছে।

এসময় রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে, চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোর্শেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইয়াপ ওয়াই ইপ, চিফ কর্পোরেট অ্যন্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, অ্যাকসেস নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রুবাইয়াৎ আকরাম এবং হুয়াওয়ে টেকনোলজি বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার ঝাও হাওফু ও অ্যাকাউন্ট ডিরেক্টর নি কাই উপস্থিত ছিলেন।

ফোর জি’র সফল পরীক্ষা শেষে রবি’র চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোর্শেদ বলেন, ফোর জিকে ডিজিটাল জীবনধারার অন্যতম অনুষঙ্গ হিসেবে দেখা হয়। ডিজিটাল জীবনধারার বিস্তারের সঙ্গে সঙ্গে ইন্টারনেটের স্পিডের চাহিদাও বাড়ছে। এই সফল পরীক্ষার মাধ্যমে আমরা গ্রাহকদের জানান দিচ্ছি যে, ফোর জি’র গতিতে আপনাদের আপন শক্তিতে জ্বলে উঠার সুযোগ করে দেয়ার জন্য প্রস্তুত রবি।

হুয়াওয়ের সিইও ঝাউ হাওফু বলেন, এলটিই সম্ভাবনার এক নতুন দিগন্ত এবং বাংলাদেশে সফলভাবে এ প্রযুক্তি পরিচালনার জন্য মোবাইল ফোন অপারেটরদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে। রবি’র সঙ্গে এলটিই প্রযুক্তি পরীক্ষার সময় ৭০ এমবিপিএস’র বেশি স্পিড দেখে আমরা অভীভূত। আমরা বিশ্বাস করি, এলটিই’র মাধ্যমে রবি ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আরো জোরালো ভূমিকা রাখতে পারবে।

মন্তব্যসমূহ