স্পোর্টস ডেস্ক: তিন বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে ১৩ আগস্ট। ক্রিকেটে নতুন করে ফিরতে পারায় খুশি আশরাফুল নিজেও।
আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ খেলতে পারবেন না আগামী দু’বছর। এছাড়া ক্রিকেটীয় সব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারবেন তিনি।
তবে আইসিসির তিন বছরের ঘরোয়া ক্রিকেট খেলা থেকে নিষেধাজ্ঞা কাঁটানো
পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বড় ধরণের পেয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও আশরাফুল অনুমতি পেয়ে গেছেন মিরপুরে গিয়ে অনুশীলন করার ব্যাপারে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের জিমনেশিয়ামও ব্যবহার করতে পারবেন তিনি। মোটকথা, মিরপুরে গিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন তিনি। ক্রিকেটে ফেরার প্রথম ধাপ হিসেবে মিরপুরে অনুশীলন দিয়েই শুরু করবেন আশরাফুল।
১৩ আগস্ট নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও এখনও পর্যন্ত হোম অব ক্রিকেট, মিরপুরে যান আশরাফুল। তিনি জানালেন, ১৬ আগস্ট, অথ্যাৎ মঙ্গলবার মিরপুরে যাবেন। তবে প্রথমদিনই হয়তো অনুশীলন করবেন না। মিরপুরে সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ করবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন