আসিফের সঙ্গে গান গায়লেন বেলি আফরোজ

বাংলা গানের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিলেন পাওয়ার ভয়েজ খ্যাত তারকা শিল্পী বেলী আফরোজ। জনপ্রিয় এই দুই সংগীত তারকা এবারই প্রথমবারের মত একসঙ্গে গাইলেন। পাশাপাশি গানটির মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন তারা।

গানটির শিরোনাম ‘মেঘলা মন’। শ্রী প্রিতমের লেখা ও সুরে গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান। গতকাল শনিবার (১৩ আগস্ট) রাতে এটি ইউটিউবে প্রকাশ হয়। রোমান্টিক এই গানের পাশাপাশি মিউজিক ভিডিওটিতে আসিফ-বেলীর রসায়ন বেশ মন নজর কেড়েছে।

এ প্রসঙ্গে বেলী বলেন, ‘আসিফ ভাইয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আগে অনেকের কাছে শুনেছি তিনি অনেক ভালো একজন মানুষ। কিন্তু কাজ করতে গিয়ে সেটা বুঝতে পেরেছি। তিনি সহশিল্পী হিসেবে এত হেল্পফুল এটা কাজটি না করলে বুঝতেই পারতাম না।’

বেলী আরো বলেন, ‘গানে অনেক হাই স্কেল ব্যবহার করা হয়েছে। যেটা দিতে আমার কষ্ট হবে বলে আসিফ ভাইয়া নিজে একাই দিয়েছেন। সত্যি আমি মুগ্ধ তার এমন ব্যবহারে। আর মিউজিক ভিডিওটি খুব অল্প সময়ে প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত সবাই ভালো বলছেন।’

খুব শিগগির আরো একটি মিউজিক ভিডিওয়ের কাজ শুরু করবেন বলেও জানান বেলী। ভিডিওটি দেখতে ক্লিক করুন

মন্তব্যসমূহ