‘অগ্নি’ সিক্যুয়ালে নতুন মুখ হতেই নাকি শুভশ্রীর আপত্তি।


অনলাইন ডেস্ক॥ জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘অগ্নি’ ছবির তিন নম্বর সিক্যুয়ালের প্রধান চরিত্রে অভিনয় করার কথা কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রীর। তাকে নাকি ইতোমধ্যে প্রস্তাবও দেওয়া হয়েছে।


কিন্তু কলকাতার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, শুভশ্রী নাকি এই প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন!


কিন্তু কেন? ‘অগ্নি’ ফ্র্যাঞ্চাইজির আগের দু’টো ছবিতেই অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। মাহির জায়গায় ‘অগ্নি’ সিক্যুয়ালে নতুন মুখ হতেই নাকি শুভশ্রীর আপত্তি। এর আগে, ‘অগ্নি’ এবং ‘অগ্নি টু’ ছবিতে মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছিলেন যথাক্রমে আরফিন শুভ এবং ওম।


তবে নির্দিষ্ট করে কোনো তথ্য প্রকাশ করতে পারেনি সংবাদপত্রটি। এখন সময়ই বলে দেবে শুভশ্রীকে আবারও ঢালিউডের ছবিতে দেখা যাবে কিনা

মন্তব্যসমূহ