ভালুকা বাজারে একদিনে স্থাপিত হয়েছে ৭০টি মূল্যতালিকার বোর্ড

ভালুকা বাজারে একদিনে স্থাপিত হয়েছে ৭০টি মূল্যতালিকার বোর্ড
। ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণে নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মূল্যতালিকা প্রদর্শন না করা ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। প্রথমেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করা হয় দ্রুত সকল দোকানে মূল্যতালিকা স্থাপন করার জন্য।

ব্যবসায়ীদের সদিচ্ছা এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব রোমেন শর্মা এর আন্তরিক প্রচেষ্টায় প্রায় সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্যতালিকার বোর্ড স্থাপিত হয়েছে।

এখন আমাদের প্রত্যাশা, নিয়মিত এই তালিকা হালনাগাদ করা হবে এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন করা হবে।

মন্তব্যসমূহ