ভালুকা উপজেলার সম্মানিত কৃষকবৃন্দ ২৪১৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহ শুরু হচ্ছে।

ভালুকা উপজেলার সম্মানিত কৃষকবৃন্দ

২৪১৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহ শুরু হচ্ছে। লটারি করা হয়েছে। ৫৩০৭ জন কৃষকদের মধ্যে ২০০০ কৃষক উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। সরকারি কর্মকর্তা এবং কৃষক প্রতিনিধিগণের উপস্থিতিতে সাংবাদিকরাই লটারি পরিচালনা করেছেন। ফলাফল নামের তালিকাসহ আগামী রবিবার ভালুকা উপজেলার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সম্মানিত কৃষকবৃন্দ, আপনার ধান দ্রুত খাদ্যগুদামে সরবরাহ করার মতো করে প্রস্তুত করুন।  ধান গুদামে আনার পূর্বে নমুনা পরীক্ষা করিয়ে নিন। সরকার ১০৪০ টাকা/মন মূল্যে ধান সংগ্রহ করছে।

সরকারের কাছে  বিক্রয় করলে ধান
কৃষক হবে সবচেয়ে লাভবান। 

মন্তব্যসমূহ